Mamata Banerjee in Durgapur: ‘আমি সবার থেকে ভাল ধান কাটতে পারি, আপনারা কেও পারেন ?’ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী - দুই বর্ধমানের প্রাশাসনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 29, 2022, 8:39 PM IST

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুই বর্ধমানের প্রাশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister in an administrative meeting at durgapur) ৷ বিডিও থেকে শুরু করে জেলাশাসক সকলকেই নিজ নিজ পঞ্চায়েত এলাকা পরিদর্শনের নির্দেশ দেন ৷ দুই জেলার বিধায়কদেরও গ্রামে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে মিশে তাদের সুবিধা-অসুবিধা জানতে বলেন ৷ এরপরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা কারা কারা ধান কাটতে, ধান পুঁততে পারেন ? হাত তুলুন ৷ শহরে যারা থাকেন তাদের বাড়িও কোনও গ্রামে আছে । তাই আমি যখন মামার বাড়ি যেতাম, সেখানে ধান কাটতাম ৷ আমি ধান পুঁততে পারি, ধান কাটতেও পারি সবার থেকে ভালো ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.