Homage at Gandhi Ghat: অসুস্থ রাজ্যপাল, জাতির জনককে শ্রদ্ধা জানাতে গান্ধী ঘাটে ব্রাত্য-নির্মল
🎬 Watch Now: Feature Video
আজ মহাত্মা গান্ধির 153 তম জন্মবার্ষিকী ৷ এই উপলক্ষ্যে ব্যারাকপুরে গান্ধী ঘাটে প্রতি বছরের মতো শ্রদ্ধাজ্ঞাপন ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল । রাজ্যপালের এই অনুষ্ঠানে উপস্থিত থাকাই রীতি । প্রতিবার রাজ্যপাল এখানে এসে মাল্যদান করেন, শ্রদ্ধা জানান ৷ এবার তিনি অসুস্থ থাকায় রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ব্যারাকপুরের গান্ধী ঘাটে এসে শ্রদ্ধা জানালেন (Education Minister Bratya Basu pays homage at Gandhi Ghat in Barrackpore) । অনুষ্ঠানে ব্রাত্য জানান,মুখ্যমন্ত্রী ও রাজ্যসরকারের তরফে আমি এবং নির্মল ঘোষ মহাশয় এসে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালাম ।