Bombing in Usthi : এলাকা দখলকে কেন্দ্র করে উস্থিতে বোমাবাজি, আতঙ্কিত এলাকাবাসী - bombings surrounding the occupancy of the area
🎬 Watch Now: Feature Video
এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর 24 পরগনার উস্থি ৷ ব্যাপক চাঞ্চল্য এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে উস্থির নাজরা এলাকায় বোমাবাজি করে বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী ৷ এলাকায় তল্লাশি করে 10-12টি বোমা ও আগ্নেয়াস্ত্র সহ 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে উস্থি থানার পুলিশ ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে (Bombing in Usthi) ৷