Boat Sank in Gosaba : কালবৈশাখী ঝড়ের দাপটে রায়মঙ্গল নদীতে ডুবল মালবাহী নৌকা - Kalbaishakhi Strom
🎬 Watch Now: Feature Video
কালবৈশাখী ঝড়ের দাপটে নদীতে ডুবে গেল নৌকা ৷ গতকাল সন্ধ্যায় গোসাবায় সুন্দরবন কোস্টাল থানা এলাকার চিমটা বাজারের কাছে রায়মঙ্গল নদীতে মালবাহী একটি নৌকা উল্টে যায় (Boat Sank in Ray Mangal River of Gosaba due to Kalbaishakhi Strom) ৷ সেই সময় নৌকায় পাঁচজন যাত্রী ছিলেন ৷ সবাইকে উদ্ধার করা গিয়েছে ৷ শনিবার সন্ধ্যায় দক্ষিণ আমতলীর ব্যবসায়ী সুভাষ মণ্ডল লোহার গ্রিল নিয়ে নৌকায় ছোট মোল্লাখালীর দিকে যাচ্ছিলেন ৷ মাঝ নদী পেরিয়ে পারের কাছাকাছি পৌঁছতেই শুরু হয় ঝড় ৷ সেই সঙ্গে নদীতে প্রচন্ড ঢেউ উঠতে শুরু করে ৷ তখনই উল্টে যায় নৌকাটি ৷ নদী পড়ে নৌকায় সওয়ার পাঁচজন চিৎকার শুরু করেন ৷ চিৎকার শুনে পাড় থেকে লোকজন নৌকা নিয়ে তাঁদের উদ্ধার করে ৷