UP BMW Crash: 230 কিমিতে ছুটছে গাড়ি, ফেসবুক লাইভে উচ্ছ্বাসের মাঝেই ট্রাকের তলায় বিএমডব্লিউ - উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে প্রকাশ্যে এল সেদিনের ফেসবুক ভিডিয়ো(Bmws Fatal Crash Claiming Four Lives in UP)৷ গাড়ির ভিতর থেকে করা একটি লাইভ ফেসবুক ভিডিয়োতে দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটার ঠিক আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বিএমডব্লিউটি 230 কিমি প্রতি ঘণ্টায় যাচ্ছে(UP BMW Crash)৷ বিলাসবহুল সেই গাড়িরই এক সওয়ারিকে বলতে শোনা যাচ্ছে আমরা চারজনই মারা যাব ৷ এমনকি সেই গাড়িতে থাকা এক বেসরকারি মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ আনন্দ প্রকাশ তাঁর সহযাত্রীকে বলছেন 300 কিমি বেগে চালাও ৷ কম করে 290 ছুঁয়ে ফেলো যত দ্রুত সম্ভব ৷ এরপর দুর্ঘটনার কবলে পড়ে বিএমডব্লিউর চার যাত্রীই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান এবং তাঁদের শরীরের বিভিন্ন অংশ হাইওয়েতে ছিটকে পড়ে ৷ 14 অক্টোবর হালিয়াপুর থানার কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদের নাম আনন্দ প্রকাশ, অখিলেশ সিং, দীপক কুমার ও মুকেশ ৷ এদের সকলেরই, বয়স 30-এর কোঠায় ৷