Agitation in Titagarh: ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ - যুবতীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে 4 যুবকের বিরুদ্ধে
🎬 Watch Now: Feature Video
গতকাল টিটাগড় থানা এলাকার এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে 4 যুবকের বিরুদ্ধে । শুক্রাবর দোষীদের গ্রেফতারের দাবিতে টিটাগর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা, বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা (Agitation in Titagarh by BJP and Vishva Hindu Parishad)। টিটাগড় থানার পুলিশ (Titagarh Police)বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে। শুরু হয় ধস্তাধস্তি ৷ ইতিমধ্যে 4 বিক্ষোভকারীকে আটক করে টিটাগড় থানার পুলিশ। বিজেপি-র রাজ্য সম্পাদক ফাল্গুনী পাত্র জানান, দোষীদের গ্রেফতারের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখালে তাঁদের মারধোর করে পুলিশ। দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। ধর্ষকদের মধ্যে 1 জন ওই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের ভাই।