Birbhum CMOH at CBI Camp: ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক - CBI
🎬 Watch Now: Feature Video
ভোট-পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক হিমাদ্রি কুমার আড়িকে তলব করেছিল সিবিআই ৷ সেই মত সোমবার সকালে দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে আসেন তিনি (Birbhum CMOH at CBI Camp in Durgapur in Post Poll Violence Case) ৷ তবে, সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ সাংবাদিকদের এড়িয়ে সিবিআই ক্যাম্পের ভিতরে চলে যান তিনি ৷ সোমবার সকাল 8টা 55 মিনিটে তিনি সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে আসেন ৷ প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলের কল লিস্ট ধরে ব্যবসায়ী হোক বা তৃণমূল নেতা ও চিকিৎসক, সকলকে তলব করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷