Municipal By Poll 2022 : ছাপ্পা ভোটের অভিযোগ উড়িয়ে অবজারভারের দাবি ভাটপাড়া পৌরসভার উপনির্বাচন শান্তিপূর্ণ - Municipal By Poll 2022
🎬 Watch Now: Feature Video
ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে চলছে উপনির্বাচন (Bhatpara Municipality by poll) ৷ রবিবার দুপুরে ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল হিন্দু স্কুলে ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতে যান স্পেশাল অবজারভার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় । দুপুর পর্যন্ত 30 শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি ৷ তাঁর, দাবি ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে ৷ এদিন সকালে এই ওয়ার্ডের 105 নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷