জয়ের গন্ধে সবুজ আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা - trinamool supporters starts celebration
🎬 Watch Now: Feature Video
হুগলি জেলায় 18টি বিধানসভা আসনের মধ্যে বেশিভাগ কেন্দ্রেই তৃণমূল এগিয়ে আছে । ফলে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা । লোকসভা নির্বাচনে যে বিধানসভাগুলিতে ধরাশায়ী হয়েছিল তৃণমূল, সেই বিধানসভাগুলিতেও 5 থেকে 6 হাজার ভোটে এগিয়ে আছে শাসকদল । প্রথমদিকে বিজেপি-তৃণমূল সমানে সমানে টক্কর দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চিত্রটা বদলে যায় । একের পর এক বিধানসভা পিছিয়ে যেতে থাকে বিজেপি । চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর সহ বিভিন্ন জায়গায় আবির খেলায় মেতেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা । আবির খেলার সঙ্গেই চলছে খেলা হবে গান ৷ সঙ্গে নাচও ।
TAGGED:
bengal election 2021