ভোট দিলেন রামপুরহাটের বিজেপি প্রার্থী শুভাশিস চৌধুরি - assembly election 2021
🎬 Watch Now: Feature Video
সকাল সকাল ভোট দিলেন রামপুরহাট বিধানসভার প্রার্থী শুভাশিস চৌধুরি ৷ বিভিন্ন এলাকায় তিনি ঘুরে জানিয়েছেন, যতগুলি বুথ রয়েছে, সব বুথগুলি তিনি ঘুরেছেন ৷ সব বুথেই এজেন্ট দিয়েছে বিজেপি ৷ শান্তি রয়েছে সব জায়গায় ৷ নির্বাচন কমিশনের সমস্ত বিধি মেনে ভোট চলছে বলে জানিয়েছেন শুভাশিসবাবু ৷ রামপুরহাট বিধানসভার 98 নম্বর বুথের ভোটার তিনি ৷ বিভিন্ন বুথে সামাজিক দূরত্ব মেনে ভোটগ্রহণ প্রক্রিয়া চালু রেখেছেন ভোটকর্মীরা বলে জানান বিজেপি প্রার্থী ৷