নেতৃত্বের চাপ নিয়েই লক্ষ্য স্থির করছেন অনুষ্টুপ - anustup mazumder
🎬 Watch Now: Feature Video
তামিলনাড়ুর বিরুদ্ধে হেরে মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টে বিদায়ের আক্ষেপ রয়েছে ৷ ভালো খেলেও ছোটো ভুলে এই বিপর্যয় মানতে পারছেন না । যদিও ভেঙে না পড়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন অনুষ্টুপ মজুমদার । এই মরশুমে নেতৃত্বের বোঝা চাপলেও তা কখনই বাড়তি চাপ নয় । বরং নেতৃত্বই তাঁর কাছে অনুপ্রেরণা । রণজি ট্রফি হবে কি না তা এখনও স্পষ্ট নয় । তবে যে প্রতিযোগিতাই বোর্ড আয়োজন করুক না কেন সেখানে চ্যাম্পিয়ন হওয়াই পাখির চোখ থাকবে বাংলার । বলছেন অনুষ্টুপ ৷