Bangladeshi Hilsa: বিপুল পরিমাণ পদ্মার 'রুপোলি শস্য' এল হাওড়ায়, কতোয় বিকোচ্ছে ইলিশ ? - ভোজনরসিক বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ
🎬 Watch Now: Feature Video
আশ্বিনের শারদ উৎসবে ভোজনরসিক বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার 'রুপোলি শস্য'। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের যে কোনও মাছ বাজারই হোক সারা বছরই চাহিদা তুঙ্গে থাকে ইলিশের। আর সেই ইলিশ যদি পদ্মার ইলিশ (Bangladeshi Hilsa) হয় তাহলে তো ভোজনরসিক বাঙালির খিদেটাই আরও চারগুণ বেড়ে যায়। সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের আসার দিনেই দুর্গাপুজোর উপহার হিসাবে ওপার বাংলা থেকে মঙ্গলবার হাওড়া পাইকারি মাছ বাজারে এসে পৌঁছল পদ্মার ইলিশ (Bangladeshi Hilsa Reached in Howrah)। এবছরে 2 হাজার 450 মেট্রিক টন বাংলাদেশি ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। গতকাল সাড়ে 8 মেট্রিক টন ইলিশ মাছ পশ্চিমবাংলায় ঢোকে ৷ যার মধ্যে হাওড়া হোলসেল মাছ বাজারেই এদিন এসেছে প্রায় সাড়ে 6 মেট্রিক টন ইলিশ। দুপুর বা বিকেলের দিকে এই মাছ বিভিন্ন ক্ষুদ্র বাজারে যাবে ৷ দাম ধার্য হয়েছে 1 কেজির দাম 1000 টাকা ৷