Bangla Pokkho : আসানসোলে পূর্ত দফতরের বোর্ডে বাংলা ফেরানোর দাবিতে মিছিল বাংলা পক্ষের - Bangla Pokkho

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 20, 2022, 10:26 AM IST

অসমের বরাক উপত্যকায় 19 মে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল ৷ আর সেই দিনেই আসানসোলে পূর্ত দফতরের সব বোর্ডে বাংলা ভাষা ফেরাতে আন্দোলনে নামল বাংলা পক্ষ (Demand Reinstatement of Bengali on Government Boards in Asansol) ৷ আসানসোল আদালতের দেওয়ানি মোড়ে বিদ্যাসাগরের মূর্তির সামনে থেকে মিছিল করে পূর্ত দফতরে যান বাংলা পক্ষের সদস্যরা ৷ সেখানে তাঁরা পূর্ত দফতরে স্মারকলিপি পেশ করেন ৷ বাংলা পক্ষের পশ্চিম বর্ধমানের সভাপতি অক্ষয় বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমরা চাই পূর্ত দফতরের সব পথ নির্দেশক বোর্ডে বাংলা লিখতে হবে ৷ আমরা সমস্ত সরকারি দফতরের বোর্ডেও বাংলায় লেখার দাবি করেছি ৷ শুধু তাই নয়, নির্ভুল বাংলা শব্দ লিখতে হবে ৷ এছাড়াও সরকারি ফর্ম, টেন্ডার সমস্ত কিছুই বাংলায় হতে হবে ৷’’ পূর্ত দফতরের আধিকারিকরা বাংলা পক্ষের সমর্থকদের এনিয়ে আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.