Arpita friend Moon Saha Exclusive: অচেনা অর্পিতা আদতে কেমন, জানালেন পূর্ব পরিচিতা মুন সাহা - Arpita Mukherjee friend Moon Saha Exclusive Interview
🎬 Watch Now: Feature Video
এসএসসি দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। একদিকে যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছে সেই দুর্নীতিতে, তেমনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও গ্রেফতার হয়েছেন দুর্নীতিকাণ্ডে ৷ শুধু তাই নয়, অর্পিতার হরিদেবপুর এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা এবং কয়েক কোটি টাকার সোনা ৷ কিন্তু মানুষ হিসেবে অর্পিতা কেমন, জানালেন তাঁর পূর্ব পরিচিতা মুন সাহা ৷ তাঁর পার্লারে নিয়মিত ব্যবধানে যাওয়া-আসা ছিল অর্পিতার ৷ আসুন জেনে নেওয়া যাক অচেনা অর্পিতা-কে নিয়ে কী বলছেন মুন সাহা (Arpita Mukherjee friend Moon Saha Exclusive Interview) ৷
Last Updated : Aug 1, 2022, 11:22 AM IST