Elephant Attack in Jhargram: ঝাড়গ্রামে গভীর রাতে হাতির হানায় মৃত্যু হল ব্যক্তির - Elephant Attack in Jhargram

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 1, 2022, 1:35 PM IST

গভীর রাতে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির । ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে রেঞ্জের রম্ভা রাইবনী গ্রামের (Elephant Attack in Jhargram) । মৃতের নাম লক্ষ্মণ হেমব্রম (50) । জানা গিয়েছে, বহস্পতিবার রাতে লক্ষ্মণ হেমব্রম বাড়ির বারান্দায় শুয়েছিলেন ৷ হাতি দেখে বাড়ির ভিতরে ঢুকতে যাওয়ার সময় হাতি শুঁড়ে জড়িয়ে মাটিতে আছাড় মারে তাঁকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । লক্ষ্মণ হেমব্রম পেশায় চাষবাস ও শালাপাতার ব্যবসা করতেন । লক্ষ্মণ হেমব্রমের ছেলে মিলন হেমব্রম বলেন, "বাবা বাড়ির বারান্দায় শুয়েছিল ৷ হঠাৎ গ্রামে হাতি ঢুকে যায় । হাতি দেখে বাড়ির ভিতরে ঢোকার সময় একটি হাতি শুঁড়ে তুলে বাবাকে আছাড় মারে । ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয় ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.