Akash Angshoto Meghla: মুক্তি পেল 'আকাশ অংশত মেঘলা' ছবির গান ও ট্রেলার - akash angshoto meghla trailer is out now
🎬 Watch Now: Feature Video
জুলাই মাসের শেষের দিকেই মুক্তির সম্ভাবনা রয়েছে জয়দীপ মুখোপাধ্যায়ের প্রথম ছবি 'আকাশ অংশত মেঘলা'র । বন্ধ কারখানার শ্রমিক এবং বেকারত্বের নিদারুণ সত্যতা তুলে ধরা হয়েছে ছবিতে । অনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ছবির ট্রেলার এবং গান । হাজির ছিলেন রুদ্রনীল ঘোষ, অঙ্কিতা চক্রবর্তী, দামিনী বেণী বসু, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, ছবির সংগীত পরিচালক উপালি চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। দেখুন কী বললেন অভিনেতা-অভিনেত্রীরা (Akash Angshoto Meghla Actors Share Their Thoughts)?