Agnimitra Paul: নদী বাঁধ পরিদর্শনে আসতেই অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, উঠল গো-ব্যাক স্লোগান - নদীবাঁধ পরিদর্শনে সাগর ব্লকে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 20, 2022, 9:20 PM IST

দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার বঙ্কিমনগরে ভাঙন কবলিত নদী বাঁধ পরিদর্শনে এসে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল(Agnimitra Paul faced agitation of tmc at the visiting time of river embankment at Sagar Block)। বুধবার কাকদ্বীপের লট নম্বর 8 থেকে জলপথে পাড়ি দিয়ে বঙ্কিমনগরে পৌঁছতেই বিজেপি নেত্রীর রাস্তা অবরোধ করে কালো পতাকা দেখানোর পাশাপাশি 'গো-ব্যাক স্লোগান' দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা । মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে সাগর থানার পুলিশ এলে তাঁদের ঘিরেও বিক্ষোভ চলতে থাকে ৷ তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় ৷ শেষমেষ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদেরকে আশ্বস্ত করেন অগ্নিমিত্রা(Agnimitra Paul)। এরপর ভাঙন কবলিত নদী বাঁধ পরিদর্শন করেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.