Kuler Achaar Trailer: হাজির টক ঝাল মিষ্টি 'কুলের আচার'-এর ট্রেলার, কী বলছেন ইন্দ্রাণী-নীলরা - New Bengali Film Kuler Achaar Trailer
🎬 Watch Now: Feature Video
আগামী 15 জুলাই এসভিএফ-এর প্রযোজনায় মুক্তি পেতে চলেছে 'কুলের আচার' । নন্দন ৩-এ সুদীপ দাস পরিচালিত এই ছবির ট্রেলার লঞ্চ হল সম্প্রতি ( New Bengali Film Kuler Achaar Trailer)। হাজির ছিলেন ইন্দ্রাণী হালদার, নীল মুখোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, সুদীপ দাস এবং প্রসেন । বিয়ের পর মেয়েদের পদবি বদলানো কি সত্যিই জরুরি ? যারা পালটায় তারা কি ভুল করে ? যারা পালটায় না তারাও কি ভুল ? এই সব প্রশ্নের উত্তর নিয়েই গল্প বেঁধেছেন পরিচালক সুদীপ দাস । কী বলছেন সবাই এই ছবি নিয়ে ?