thumbnail

জয়নগরে মিলল আমেরিকান কচ্ছপ

By

Published : Jun 24, 2021, 8:09 AM IST

বুধবার সকালে জয়নগর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের বাসিন্দা অনিমেষ মণ্ডল চাষের জমিতে একটি রেড ইয়ারড স্লাইডার প্রজাতির কচ্ছপ দেখতে পান । গ্রামের লোকেরা মিলে খবর দেয় জয়নগর থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং কচ্ছপটি উদ্ধার করে । পুলিশ বনদফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারে, কচ্ছপটি আমেরিকার "রেড ইয়ারড স্লাইডার" নামে এক বিশেষ প্রজাতির ক্ষতিকারক কচ্ছপ । কানের পাশে উজ্জ্বল লাল দাগের কারণে কচ্ছপটির এমন নাম । এই রংচঙে কচ্ছপ যে পুকুর বা জলাশয়ে থাকবে সেখানে অন্য কোনও মাছ ও অন্যান্য জলজ প্রাণীকে খেয়ে ফেলে । বনকর্মী স্বপন ভান্ডারি জানান ,কচ্ছপটির বয়স 5 থেকে 6 মাস । যেহেতু এই প্রজাতির কচ্ছপ জলাশয়ে অন্যান্য প্রাণীদের ক্ষতি করে , তাই এই কচ্ছপটির প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করে পৌঁছে দেওয়া হবে আলিপুর চিড়িয়াখানায় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.