Corona Vaccine : শিকেয় করোনা বিধি, টিকাকরণের লাইনে কয়েক হাজারের ভিড় - শিকেয় করোনা বিধি, টিকাকরণের লাইনে কয়েক হাজারের ভিড়
🎬 Watch Now: Feature Video
করোনার টিকাকরণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ৷ টিকা কেন্দ্রের সামনে ভোররাত থেকে কয়েক হাজার মানুষের লম্বা লাইন । করোনার টিকা নিতে এসে উধাও করোনা স্বাস্থ্যবিধি । ঘটনাটি দার্জিলিংয়ের রঙ্গলি রঙ্গলিয়টের তাকদহ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের । ইতিমধ্যে ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ওই স্বাস্থ্যকেন্দ্রে আজ 400 জনকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল ৷ তবে টিকা নিতে ভোর থেকে লাইন দাঁড়িয়ে পরেন কয়েক হাজার মানুষ । যা ঘিরে শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা ।পরে প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা করে সুষ্ঠু ভাবে টিকা দেওয়া হয় ।