বরফের চাঁই নিয়ে চৌবাচ্চায় কে খেলছে... - bengal safari park
🎬 Watch Now: Feature Video
গরমে নাজেহাল বেচারা ৷ এত্ত লোম নিয়ে গরমে থাকা যায় নাকি ! তাই বরফের চাঁই নিয়ে ভাল্লুক নেমে পড়েছে চৌবাচ্চায় ৷ বিশ্বাস হচ্ছে না তো ? এমনই ছবি ধরা পড়ল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ৷ ঠাণ্ডা জলে দেদার মজায় আপন মনে খেলা করছে সে ৷
Last Updated : Jul 10, 2021, 11:35 AM IST