Road Blocked in Tufanganj: স্কুলের 101 জন পরীক্ষার্থীর 80 শতাংশই উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ! পাশ করানোর দাবিতে বিক্ষোভ - hs examinee failed in cooch behar tufanganj

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 12, 2022, 9:45 AM IST

উচ্চমাধ্যমিকে স্কুলের 80 শতাংশ ছাত্রীই অকৃতকার্য ! কোচবিহারের তুফানগঞ্জের ইলাদেবী গার্লস হাইস্কুলের 101 জন ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে পাশ করেছেন মাত্র 20 জন ৷ ওয়েবসাইটে বাকি ছাত্রীদের রেজাল্ট দেখাচ্ছে, আনসাকসেসফুল । কিন্তু অকৃতকার্য ছাত্রীদেকর দাবি, তাঁদের পাশ করাতে হবে ৷ এই দাবিতে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ইলাদেবী গার্লস হাইস্কুলের অকৃতকার্য ছাত্রীরা । স্কুলের সামনে তুফানগঞ্জ মেইন রোড অবরোধ করা হয় ৷ অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তির শিকার হন এলাকাবাসী। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ৷ পরে অবশ্য পুলিশের আবেদনে অবরোধ তুলে নেন ছাত্রীরা (Road Blocked in Tufanganj) ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.