শিলিগুড়িতে উদ্ধার 14 কোটি টাকার সোনার বিস্কুট
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়িতে সোনা পাচার করতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক বিভাগের কর্মীদের হাতে গ্রেপ্তার 3 ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 26 কিলোগ্রাম সোনা ৷ বর্তমানে যার বাজার দর প্রায় 14 কোটি টাকা ৷ কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক বিভাগ সূত্রে খবর, মায়ানমার থেকে নিউ জলপাইগুড়ি হয়ে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল সোনার বিস্কুটগুলো । যার মোট ওজন 26 কিলোগ্রাম । ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয় । তারা মহারাষ্ট্রের বাসিন্দা । কেন্দ্রীয় গোয়েন্দা শুল্ক বিভাগ জানিয়েছে, গতকাল বহ্মপুত্র মেলে এই তিন যুবক দিল্লি যাচ্ছিল ৷ তখনই গ্রেপ্তার হয় তারা । তবে, আন্তর্জাতিক সোনা পাচার চক্রের সঙ্গে এদের যোগযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।
Last Updated : Aug 15, 2020, 4:50 PM IST