রাজবাড়ি দিঘি থেকে উঠল 12 কেজির চিতল মাছ - জলপাইগুড়ি
🎬 Watch Now: Feature Video
জলপাইগুড়ি রাজবাড়ির দিঘি থেকে 12 কেজি ওজনের চিতল মাছ ধরা পড়ল এক জেলের হুইলে ৷ সম্প্রতিকালে, এত বড় মাপের চিতল মাছ ধরা পড়েনি বলে দাবি স্থানীয় মৎস্য শিকারি বাপ্পা দাসের । মাছটিকে বাজারে বিক্রি না করে স্থানীয় পাড়া প্রতিবেশীদের মধ্যে ভাগ করে খাওয়া হবে বলে জানিয়েছেন বাপ্পা দাস ।