Bomb Found at Chanchal : মুড়ির ঠোঙার মতো দেখতে, চাঁচলে অদ্ভুতদর্শন বোমা উদ্ধার - চাঁচলে বোমা উদ্ধার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 5, 2022, 5:53 PM IST

বোমা তৈরিতে আরও দক্ষ হচ্ছে চাঁচল ! সুতলি, কৌটো, বল বোমার পর এবার কুট বোমা উদ্ধার মালদার চাঁচলে । আজ অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের রাজনগর মাস্তিপাড়া এলাকায় একটি মাখনা চাষের জমি থেকে উদ্ধার হয়েছে 11টি কুট বোমা (11 bombs found at chanchal) । উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে । স্থানীয় এক বাসিন্দা আক্তার হোসেন বলেন, "শনিবার সন্ধ্যায় খবর পাই এখানে বোমা পড়ে রয়েছে । ঘটনাস্থলে পুলিশ আসে । রবিবার সকালে পুলিশ বম্ব স্কোয়াডকে নিয়ে 11টি বোমা উদ্ধার করেছে । এ ধরনের বোমা এর আগে এলাকায় দেখা যায়নি । বোমাগুলি দেখতে অনেকটা মুড়ির ঠোঙার মতো । কীভাবে এই বোমা এখানে এল তা জানা নেই।" এর আগে চাঁচলের মহানন্দপুর, খরবা গ্রাম থেকে, গতকাল অলিহোন্ডা থেকে উদ্ধার হয় কুট বোমা । একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক এলাকাবাসী ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.