Ramnavami Procession in Siliguri : রামনবমীতে বিস্ফোরক রাজু বিস্তা, তৃণমূলকে ‘হিন্দু বিরোধী দল’ বলে নিশানা - Ramnavami Procession in Siliguri
🎬 Watch Now: Feature Video
রামনবমীতে তৃণমূলকে ‘হিন্দু’ বিরোধী দল হিসেবে উল্লেখ করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (TMC is Anti Hindu Party Says MP of Darjeeling Raju Bista) ৷ শিলিগুড়িতে রামনবমী উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার (Ramnavami Procession in Siliguri) অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, হিন্দুধর্মের কোনও অনুষ্ঠানই তৃণমূল কংগ্রেস পছন্দ করে না ৷ তাই তারা হিন্দুদের অনুষ্ঠানে অংশ নেয় না ৷ এ দিন রামনবমী উপলক্ষে শিলিগুড়িতে বিশাল শোভাযাত্রা বের করে বিশ্ব হিন্দু পরিষদ এবং শ্রী রামনবমী মহোৎসব সমিতি ৷ সেখানে 22টি ট্যাবলো সাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ৷ সেই শোভাযাত্রায় অংশ নেয় শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST