AMC Election Result 2022 : লটারিতেও ভাগ্য শাসকদলের সহায়, আসানসোলে জয়ী তৃণমূল প্রার্থী - tmc candidate in asansol wins in lottery after tie in election result
🎬 Watch Now: Feature Video
আসানসোল পৌরসভার (Asansol Municipal Election) ফলপ্রকাশে চমক ৷ লটারি করে ভাগ্য নির্ধারিত হল তৃণমূল ও বাম প্রার্থীর ৷ শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী আশা প্রসাদ ৷ আসানসোলে 31 নম্বর ওয়ার্ডে সমান সংখ্যক ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী আশা প্রসাদ ও বাম প্রার্থী তনুশ্রী রায় ৷ দু'জনেরই প্রাপ্ত ভোটের সংখ্যা 2 হাজার 358 ৷ দু'জনের প্রাপ্ত ভোট সমান হওয়ায় লটারি করে নির্ধারিত হল জয়ী প্রার্থীর নাম ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST