Suvendu slams Mamata Government : গোটা রাজ্যটাকে সিভিক বানিয়েছে মমতা সরকার, কটাক্ষ শুভেন্দুর - Suvendu in Nadia Gayeshpur
🎬 Watch Now: Feature Video
পশ্চিমবঙ্গ সরকার চাকরি দিতে চায় না ৷ এই সরকারের আমলে 10 লক্ষেরও বেশি পোস্ট ফাঁকা রয়েছে, বুধবার নদিয়া গয়েশপুরের বিজেপির নির্বাচনী সভায় দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Mamata Government over employment in West Bengal) ৷ তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 5 লক্ষ পোস্ট বিলুপ্ত করে 30 লক্ষ চুক্তিভিক্তিক চাকরি দিয়েছে ৷ গোটা রাজ্যে সিভিক ডাক্তার, সিভিক নার্স, সিভিক পুলিশ, সিভিক স্বাস্থ্যকর্মী ৷ দুয়ারে সরকারকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, "বারাসতে বেকার যুবক-যুবতীদের মায়েরা রাস্তায় লক্ষ্মীর ভাণ্ডার ভাঙছে আর বলছে 500 টাকা ভাতা নয়, আমার ছেলের চাকরি চাই ৷"
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST