Road Accident in Chandrakona : স্কুল থেকে বেরোতেই ট্রাকের ধাক্কা ! প্রথম শ্রেণির ছাত্রের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ল জনতা - পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুলছাত্রের
🎬 Watch Now: Feature Video
পথ দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা (Road Accident in Chandrakona) ৷ স্থানীয়দের দাবি, স্কুল শিক্ষকদের গাফিলতি ও পুলিশি নিষ্ক্রিয়তা এই দুর্ঘটনার কারণ ৷ ঘটনা ধামাচাপা দিতেই দ্রুত ছাত্রের মৃতদেহ তুলে নিয়ে যায় পুলিশ ৷ যে কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে চন্দ্রকোনার গোপসাই এলাকা । প্রথমে জনতার তাড়া খেয়ে পালায় পুলিশ। ওই এলাকা অবরুদ্ধ হয়ে থাকে পাঁচ ঘন্টা ধরে । জানা গিয়েছে, শুক্রবার দুপুরে স্কুল চলাকালীন হঠাৎই বাইরে বেরিয়ে আসে প্রথম শ্রেণির ছাত্র শুভজিৎ ৷ রাজ্য সড়কের পাশেই স্কুল ৷ সেখান থেকে দ্রুত বেগে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক ৷ শুভজিত বেরোতেই ধাক্কা মারে ট্রাকটি ৷ তাতেই মৃত্যু হয় ওই ছাত্রের ৷ এলাকার মানুষের অভিযোগ, রাজ্য সড়কের ধারে স্কুল, অথচ কিন্তু নেই কোনও বাম্পার বা পুলিশি ব্যারিকেড । বিক্ষোভকারী জনতার হাতে আহত বেশ কয়েকজন পুলিশকর্মী-সহ এক শিক্ষিকা । পরিস্থিতি সামাল এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST