PUBG-র নেশা কাটাতে বাজেয়াপ্ত ফোন, সঙ্গে জরিমানাও - PUBG নেশা
🎬 Watch Now: Feature Video
মদ, গাঁজা নয়৷ PUBG-তে আসক্ত হয়ে উঠেছে কিশোর-যুবকরা ৷ তাদের এই আসক্তি কাটাতে মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পাশাপাশি মোটা টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম পঞ্চায়েতের মানিকপুর, লক্ষ্মীপুর, বাবুপাড়ার বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, সকালে ঘুম থেকে উঠেই তাঁদের ছেলেমেয়েরা PUBG খেলতে শুরু করে ৷ পড়াশোনা বাদ দিয়ে দিনরাত চলে খেলা ৷ তাই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ৷