লটারির পুরস্কার প্রদানের নামে হোয়াটসঅ্যাপ হ্যাক - whatsapp
🎬 Watch Now: Feature Video
লটারির পুরস্কারের লোভ দেখিয়ে যুবকের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট হ্যাক । বারাসতের বোরপোল এলাকার ঘটনা । আনন্দ দত্ত নামে এক যুবকের কাছে ভিডিয়ো কলের মাধ্যমে লটারির পুরস্কারের অফার আসে । বলা হয় তিনি 25 হাজার টাকা জিতেছেন । পুরস্কারের অর্থ দেওয়ার জন্য যুবককে 15 হাজার টাকা জমা করতে বলা হয় । কথোপকথন চলাকালীন যুবকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয় বলে অভিযোগ । ঘটনায় পুলিশের দ্বারস্থ আনন্দ দত্ত ।