Kakali Ghosh Dastidar : ত্রিপুরার তুলনায় বাংলার শিক্ষকদের অবস্থা ভাল : কাকলি - tripura teacher
🎬 Watch Now: Feature Video
বিজেপি শাসিত ত্রিপুরার থেকে অনেক বেশি সুরক্ষিত বাংলার শিক্ষকরা। এই রাজ্যের শিক্ষকদের পাশে দাঁড়াতে যথেষ্ট আন্তরিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসে বারাসতে এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । তিনি বলেন, "পাশ্ববর্তী রাজ্য ত্রিপুরায় শিক্ষকদের উপর অত্যাচার করা হচ্ছে । জোর করে ছাঁটাই করা হচ্ছে শিক্ষকদের । সেই নিরিখে পশ্চিমবঙ্গের শিক্ষকদের যথেষ্ট সম্মান দেওয়া হয় । তাঁদের উপর কোনও গা জোয়ারি করা হয় না । এটাই বিজেপি সরকারের সঙ্গে তৃণমূল সরকারের পার্থক্য।"