সর্বভারতীয় সভাপতির সভায় লোক আনতে ব্যর্থ বিজেপি ; কটাক্ষ তৃণমূলের - জে পি নাড্ডার সভায় জনজোয়ার দেখাতে পারল না রাজ্য বিজেপি
🎬 Watch Now: Feature Video
তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর গড়ে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভায় জনজোয়ার দেখাতে পারল না রাজ্য বিজেপি । নাড্ডার সভার পর থেকেই জেলা তৃণমূলের গলায় কটাক্ষের সুর ৷ আজ তারাপীঠের চিলের ব্রিজ মাঠে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । বেলা 2টা 20 মিনিট নাগাদ মঞ্চে বক্তব্য দিতে ওঠেন জে পি নাড্ডা ৷ তবে প্রায় ফাঁকা মাঠেই বক্তৃতা দিলেন নাড্ডা ৷ এবিষয়ে রাজ্য বিজেপিকে কটাক্ষের সুরে জেলা তৃণমূলের এক নেতৃত্ব বলেন, "জেলার বাইরে থেকে এমনকি ঝাড়খণ্ড থেকে মানুষ এনেও এই ছোট মাঠ ভড়াতে পারেনি বিজেপি।" যদিও বিজেপির দাবি আশানুরূপ সফল হয়েছে আজকের জনসভা।