বিজেপিকে খতম করুন, যেন প্রার্থী দিতে না পারে : হুঙ্কার তৃণমূল নেতার - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
🎬 Watch Now: Feature Video
বিজেপিকে খতম করার হুঙ্কার দিলেন বীরভূমের তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান ৷ এদিন তিনি বলেন, "বিজেপিকে খতম করুন, নির্বাচনে যেন প্রার্থী ঘোষণা না করতে পারে ৷" লাভপুরের মঞ্চ থেকে এমনই হুঙ্কার দিলেন তিনি ৷ পাশাপাশি তিনি বলেন, "বিজেপির মত শক্তিকে আমরা লাভপুরের বুক থেকে মুছে দেবো । তাঁকে গর্ত থেকে বেরতে দেব না ৷ আজ থেকেই এটা শুরু হবে ৷ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত । বিজেপির বিরুদ্ধে হুঙ্কার, বিজেপিকে খতম করুন ৷ নির্বাচনে প্রার্থী ঘোষণা না করতে পারে ।"