শান্তিপুরে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান - west bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
রাজ্যে নির্বাচন শুরু 27 মার্চ থেকে ৷ তার আগে এখনও শেষ হলনা দলবদলের খেলা ৷ আজ নদিয়া জেলার শান্তিপুরে রাতারাতি প্রায় 100 জন তৃণমূল কর্মী ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে নাম লেখালেন ৷ কর্মীদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে বিজেপিতে আহ্বাণ জানান রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷ সদ্য বিজেপিতে যোগদান করা শেখর চট্টোপাধ্যায়ের দাবি, "তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গিয়েছে ৷ দলে থেকে কাজ করা অসম্ভব হয়ে উঠছিল ৷ "