সিসিটিভিতেই সূর্যোদয় ! উত্তর খুঁজছে নন্দীগ্রাম - বিজেপি
🎬 Watch Now: Feature Video
বুধবার নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে গুরুতর আহত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । গাড়ির ফুট বোর্ডে দাঁড়িয়ে প্রচার চালানোর সময় ঘটে দুর্ঘটনা । হাতে-কাঁধে-পায়ে চোট পান তিনি । কাতরাতে কাতরাতে গাড়িতেই বসে পড়েন নেত্রী । তাঁর দাবি চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে । যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, এটা নিছকই দুর্ঘটনা । মাটিতে পুঁতে রাখা লোহার খুঁটিতে নেত্রীর গাড়ির দরজা ধাক্কা খেয়েই এই দুর্ঘটনা ঘটেছে । এদিকে নেত্রীর আহত হওয়ার ঘটনায় পথে নেমেছেন তৃণমূল কর্মী সমর্থকরা । অন্যদিকে মমতা বন্দ্যোপধ্যায় মিথ্যে বলছেন এই দাবিতে বিক্ষোভে বিজেপি সমর্থকরা । এই মুহূর্তে অভিযোগ, পাল্টা অভিযোগে তপ্ত গোটা নন্দীগ্রাম ।
Last Updated : Mar 11, 2021, 7:17 PM IST