10 বছরে রাজ্যের অর্থব্যবস্থা হুইল চেয়ারে বসে গিয়েছে, কটাক্ষ নরোত্তম মিশ্রের - Narottam Mishra
🎬 Watch Now: Feature Video
10 বছরে পশ্চিমবঙ্গের অর্থব্যবস্থা হুইল চেয়ারে বসে গিয়েছে ৷ একমাত্র নরেন্দ্র মোদিই পারেন, এটাকে ঠিক পথে আনতে ৷ ঠিক এই ভাষাতেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি নেতা নরোত্তম মিশ্র ৷ গতকাল পুরুলিয়ায় সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত প্রসঙ্গে তাঁর কটাক্ষ, আমি অবাক ৷ হামলা হল কিন্তু হামলাকারীদের দেখাই গেল না ৷ সিসিটিভিতেও কিছু ধরা পড়ল না ৷ তাঁর প্রশ্ন, তৃণমূল নেত্রীর আঘাত যদি তেমন গুরুতরই হয়ে থাকে, তাহলে এত তাড়াতাড়ি কীভাবে সুস্থ হয়ে জেলায় জেলায় প্রচারের কথা ভাবতে পারেন ? তাঁর মতে, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে রাজ্যে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা অনেকটাই কমে গিয়েছে ৷