মলয়ের নাম ঘোষণা হতেই পুড়ল বাজি, উড়ল আবির - west bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
তৃণমূল প্রার্থী হিসাবে কেবল নাম ঘোষিত হয়েছে ৷ নির্বাচন জেতা এখনও বাকি ৷ আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে নির্বাচন করা হয়েছে রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের ৷ তাতেই খুশি হয়ে সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতলেন তাঁর অনুগামীরা ৷ আবির মাখালেন পথচলতি মানুষদেরও ৷ পাশাপাশি এলাকার বিভিন্ন স্থানে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও ৷ উচ্ছ্বসিত এক তৃণমূল কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, " মলয় ঘটককে প্রার্থী নির্বাচন করায় আমরা খুশি ৷ জয় নিশ্চিত ৷ "