শিল্প ও কর্মসংস্থানই হল মূল লক্ষ্য দুর্গাপুরের সিপিআইএম প্রার্থীর - শিল্প ও কর্মসংস্থানই হল মূল লক্ষ্য দুর্গাপুরের সিপিআইএম প্রার্থীর
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর পূর্ব বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী আভাস রায়চৌধুরী ৷ তাঁর সমর্থনে দুর্গাপুরের সেপকো টাউনশিপ থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত মেগা ব়্যালির আয়োজন করা হয়েছিল সিপিআইএমের তরফে ৷ সিপিআইএম প্রার্থী আভাস রায়চৌধুরী জানালেন , " রাজ্য সরকারের ভুল নীতি, ভুল পন্থার জেরে সাধারণ মানুষ আজ বিপদে ৷ বিজেপি , তৃণমূল এরা সবাই কর্পোরেটের স্বার্থ দেখে ৷ শ্রমজীবী মানুষ , সাধারণ মানুষের কথা ভাবে না ৷ শিল্প ও কর্মসংস্থানই হল প্রচারের মূল লক্ষ্য ৷"