সিবিআই তদন্ত করতে চায় নাকি খেলা, প্রশ্ন সুজনের - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 23, 2021, 8:52 PM IST

"রাজীব কুমার, চিটফান্ডের তদন্ত নিয়ে কি সিবিআই খুশি ? সিবিআই কি তদন্ত করতে চায় নাকি খেলা হিসাবে নিতে চায় ? সিবিআই যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সিবিআইয়ের কাছে কী বার্তা দিল সেটা ক্রমশ প্রকাশ হবে। বামেদের ব্রিগেড সমাবেশের সমর্থনে দুর্গাপুরের ফুলঝোড়ে ডাকা জনসভায় যোগ দিতে এসে এই মন্তব্য করেন বিধানসভার পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। প্রসঙ্গত, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছায় সিবিআই। প্রায় দেড় ঘণ্টা ধরে হয় জিজ্ঞাসাবাদ। তার আগে অভিষেকের বাড়িতে যান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রায় 9 মিনিট সেখানে থাকেন। তিনি বেরিয়ে যাওয়ার 3 মিনিট পরেই সেখানে যান সিবিআই আধিকারিকরা। সেই প্রসঙ্গেই আজ সরব হন সুজন। অন্যদিকে পামেলা গোস্বামীকে কোকেনসহ গ্রেপ্তারের পর আজ রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ হানা প্রসঙ্গে সুজনবাবু জানান, " রাকেশ সিং কে ? কংগ্রেস তৃণমূল করতে করতে এখন বিজেপি হয়েছে ৷ " ভোটের আগে বিজেপি বাংলার মানুষদের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি ৷ বলেন," কোকেন, পাচার নিয়ে যত কম প্রচার হয়, তত ভালো ৷ বাংলার মানুষ ও সমাজ জীবনকে কলুষিত করা হচ্ছে কোকেন , পাচারের গল্প দিয়ে ৷ "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.