আগে সোনার ত্রিপুরা গড়ুক, পরে সোনার বাংলা গড়তে আসবে, বিজেপিকে তোপ বিশ্বনাথের - আগে সোনার ত্রিপুরা গড়ুক, পরে সোনার বাংলা গড়তে আসবে" বিজেপিকে তোপ বিশ্বনাথ পাড়িয়ালের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 9, 2021, 4:58 PM IST

তৃণমূল প্রার্থীরা ভোটব্যাঙ্কে ঝড় তুলতে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন ৷ আজ সকালে বেনাচিতি ট্রঙ্করোডে হনুমান মন্দিরে পুজো দিয়ে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল তার প্রচার শুরু করলেন । তাঁকে ভোট প্রচারে সঙ্গ দেন এলাকার বহু তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ কথা বলেন এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে ৷ জানতে চান তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা ৷ তারপরই সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, " ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আছে ৷ ছোট রাজ্য ৷ কিন্তু সেখানে পার্শ্বশিক্ষকদের বেতন বন্ধ, চুক্তিভিত্তিক ঠিকাদারদের কাজ নেই ৷ আগে সোনার ত্রিপুরা গড়ুক, পরে সোনার বাংলা গড়তে আসবে ৷ " পাশাপাশি তিনি এও বলেন , " এয়ার ইন্ডিয়া , এলআইসিকে বিক্রি করে কখনওই সোনার বাংলা গড়া যায় না ৷ "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.