মানুষের পাশে থাকার বার্তা নিয়ে প্রচারে ঐশী - CPIM
🎬 Watch Now: Feature Video
জামুড়িয়ায় ভোটের প্রচার শুরু করলেন সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষ ৷ আজ সকালে জোড় জোনাকি গ্রাম থেকে প্রচার শুরু করেন ৷ ঐশীর সঙ্গে প্রচারে ছিলেন জামুড়িয়ার বিদায়ী সিপিআইএম বিধায়ক জাহানারা খান । ঐশী বলেন, আমাদের দল সবসময় মানুষের পাশে থেকেছে ৷ আর মানুষ সেটা জানে ৷ কারা নির্বাচনের সময় এদিক-ওদিক ঘোরাফেরা করে আর কারা সারাবছর মানুষের পাশে থাকে ৷ আগামীদিনেও আমরা মানুষের পাশে থাকব ৷ আমি পশ্চিম বর্ধমানের মেয়ে । জামুড়িয়া থেকে কাজ করতে চাই ৷ মানুষের পাশে দাঁড়াতে চাই ৷