ক্ষমতায় এলে ঘরে ঘরে স্কুটি দেব : সৌমিত্র খাঁ - খণ্ডঘোষ
🎬 Watch Now: Feature Video
"পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আমরা ঘরে ঘরে স্কুটি দেব ৷ কর্মসংস্থান বাড়বে ৷ একটিও বেকার যুবক থাকবে না ৷" বললেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ ৷ তৃণমূল প্রসঙ্গে তাঁর কটাক্ষ,"এখন জোড়া ফুল বলতে এক অভিষেক আর দুই ফিরহাদ ৷ আর ঘাসগুলোর মধ্যে শুভেন্দু অধিকারী, মুকুল রায় সবাই এদিকে চলে এসেছে ৷ " মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে তিনি বলেন,"উনি নাকি সততার প্রতীক ৷ আর ওঁর ভাইরা কালীঘাটে 35টি প্লট কিনে বসে আছেন ৷ "