সরকারি নই ,আমরা দরকারি দল : ঐশী ঘোষ - Aishe Ghosh critisized BJP

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 1, 2020, 6:24 PM IST

লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি সহ একাধিক ইশুতে আজ দুর্গাপুর সিটি সেন্টারে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার (SFI)-র তরফে বিক্ষোভ সমাবেশ হয় ৷ সেখানেই বক্তব্য রাখেন JNU-র ছাত্রনেত্রী ঐশী ঘোষ । তিনি বলেন, "ধর্মের নামে আমাদের বিভাজন করা যাবে না ৷ এই বাংলার নজরুলের যেমন ৷ তেমনই রবীন্দ্রনাথের ৷ আমাদের সংবিধান আমাদের এক অধিকার দেয় ৷ কিন্তু আজ আমাদের রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় ৷ আমরা সুরক্ষার অধিকার চাই ৷ শাসক দলকে আমাদের বুঝিয়ে দিতে হবে ৷ ভোট নিয়ে পালিয়ে যাওয়া আর চলবে না ৷ রেশন চুরি, চাল চুরি আর চলবে না ৷ আমাদের চাকরির অধিকার চাই ৷ আমরা মানুষের কাছে মানুষের অধিকার পৌঁছে দেওয়ার কাজ করছি ৷ ছাত্র-ছাত্রীদের পড়ার অধিকার, যুবকদের কর্মসংস্থানের অধিকারের জন্য লড়ছি৷ মনে রাখবেন, আমরা সরকারে নেই ৷ কিন্তু আমরা দরকারি দল ৷ আমরা মানুষের দরকারে মানুষের পাশে দাঁড়িয়ে আছি ৷ "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.