Covid Guidelines in Gangasagar: গঙ্গাসাগরের মেলার শেষ বেলায় উধাও কোভিড বিধিনিষেধ - Covid Guidelines in Gangasagar
🎬 Watch Now: Feature Video
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শেষ হল গঙ্গাসাগর মেলা ২০২২। তবে মেলা শেষ হলেও রয়ে গিয়েছে তার রেশ ৷ আগামী সাত দিন এখনও চলবে মেলা (Nobody is maintaining the covid rules in Gangasagar )। একটু কমদামে জিনিসপত্র পেতে এসময় মেলায় ভিড় জমান স্থানীয় থেকে ভিন রাজ্যের বহু মানুষই । গঙ্গাসাগর মেলায় করোনা মোকাবিলায় কড়া নজরদারি চালিয়েছিল জেলা প্রশাসন । কিন্তু সরকারি ভাবে মেলা শেষ হতে না হতেই শিকেয় উঠেছে নজরদারি ৷ করোনাবিধি অমান্য করে ভিড়ে ঠাসা গঙ্গাসাগরের মেলায় চলছে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতা মাস্ক নেই কারও মুখেই! মাস্ক ছাড়াই চলছে দেদার কেনাকাটা। যদিও এই প্রসঙ্গে সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, "মেলায় আসা মানুষকে সচেতন ও সতর্ক করতে প্রচার চালানো হচ্ছে। যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের মাস্ক বিলি করা হচ্ছে। সবকিছু জানার পরেও মানুষ যদি সচেতন না হয়, প্রশাসন আর কি করবে?"