Covid Guidelines in Gangasagar: গঙ্গাসাগরের মেলার শেষ বেলায় উধাও কোভিড বিধিনিষেধ - Covid Guidelines in Gangasagar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 17, 2022, 6:07 PM IST

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শেষ হল গঙ্গাসাগর মেলা ২০২২। তবে মেলা শেষ হলেও রয়ে গিয়েছে তার রেশ ৷ আগামী সাত দিন এখনও চলবে মেলা (Nobody is maintaining the covid rules in Gangasagar )। একটু কমদামে জিনিসপত্র পেতে এসময় মেলায় ভিড় জমান স্থানীয় থেকে ভিন রাজ্যের বহু মানুষই । গঙ্গাসাগর মেলায় করোনা মোকাবিলায় কড়া নজরদারি চালিয়েছিল জেলা প্রশাসন । কিন্তু সরকারি ভাবে মেলা শেষ হতে না হতেই শিকেয় উঠেছে নজরদারি ৷ করোনাবিধি অমান্য করে ভিড়ে ঠাসা গঙ্গাসাগরের মেলায় চলছে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতা মাস্ক নেই কারও মুখেই! মাস্ক ছাড়াই চলছে দেদার কেনাকাটা। যদিও এই প্রসঙ্গে সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, "মেলায় আসা মানুষকে সচেতন ও সতর্ক করতে প্রচার চালানো হচ্ছে। যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের মাস্ক বিলি করা হচ্ছে। সবকিছু জানার পরেও মানুষ যদি সচেতন না হয়, প্রশাসন আর কি করবে?"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.