সুন্দরবনে পর্যটকদের ক্যামেরায় বাঘ - visiting the Sundarbans tourists watch The royal Bengal Tiger
🎬 Watch Now: Feature Video
কেউ কেউ নদীর চরে বসে, আবার কেউ স্নান করে উঠছে । তারা আর কেউ নয় দক্ষিণরায় । সুন্দরবনের দোঁ-বাকী জঙ্গলের নদীপথে পর্যটকদের ক্যামেরায় বন্দি হল তিনটি রয়েল বেঙ্গল টাইগারের এমন ভয়াবহ সুন্দর দৃশ্য । তিনটি বাঘের মধ্যে 2 টি বাঘকে নদী চরে বসে থাকতে দেখা যায়, অপর একটি বাঘ নদীতে সাঁতার কেটে জঙ্গলে ঢুকে যায় । এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকল সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের দলটি ।