ভাটপাড়ায় সংঘর্ষের সময় শূন্যে গুলি চালালেন পুলিশ কমিশনার, দেখুন ভিডিয়ো - firing by Barrackpore police commissioner Manoj Varma
🎬 Watch Now: Feature Video
ফের রণক্ষেত্র ভাটপাড়া ৷ আজ সকালে শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷ ঘটনায় আক্রান্ত হন অর্জুন সিং ৷ BJP-র অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটেছে ৷ পুলিশের গুলি চালানোর একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ দেখা যাচ্ছে শূন্যে গুলি চালাচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷
TAGGED:
bhatpara TMC-BJP clash