"বিশ্বভারতীর উপাচার্য পাগল , হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ": অনুব্রত
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনের রাস্তা দিয়ে দলীয় পতাকা নিয়ে বাইক মিছিল করে তৃণমূল কর্মীরা । নো সাউন্ড জ়োনে সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠানও খরে তারা । এ নিয়ে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বলেন , ওই রাস্তাটা রাজ্য সরকারের , ওই রাস্তাটা পিডব্লুডির । ওই রাস্তটা আমরা বিশ্বভারতীকে দিয়েছিলাম । বিশ্বভারতী মানুষের স্বার্থে ব্যাবহার করেনি , রাস্তাটার অবস্থা খারাপ । বিশ্বভারতী রাস্তাটা বন্ধ করে দিয়েছিল । " একই সঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের নাম না করে সমালোচনা করেন অনুব্রত মণ্ডল বলেন , " একটা পাগল বলছিল তো , বিশ্বভারতীর যিনি ভিসি তিনি পাগল , ওর মস্তিষ্ক ঠিক নেই । নিঃসন্দেহে বিজেপির বড় লিডার । ওকে কোনও ব্রেন হসপিটালে নিয়ে যাওয়া উচিত । "