অনুমতি দেয়নি সেনা, ময়দানে বাজি বাজার নিয়ে অনিশ্চয়তা - kolkata
🎬 Watch Now: Feature Video
গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর অনেক আগে থেকেই শুরু হয়েছিল কাজ ৷ কলকাতা পুলিশের পক্ষ থেকেও যাবতীয় কাজকর্ম সেরে রাখা হয়েছিল আগেই ৷ সেভাবেই তৈরি ছিল আতসবাজি ব্যবসায়ী সমিতি ৷ সমিতির সভাপতি বাবলা রায় মৌখিকভাবে জানিয়েছিলেন, ময়দানেই বসতে চলেছে এবারের বাজি বাজার ৷ কিন্তু এখনও পর্যন্ত সেনার তরফে প্রয়োজনীয় অনুমতি আসেনি ৷ ময়দানের যে জমিতে এই বাজি বাজার হয়, তা সেনার নিয়ন্ত্রণাধীন ৷ ফলে সেই অনুমতি না এলে বাজি বাজার সম্ভব নয় ৷