Youths Arrest in Jalpaiguri : চিতাবাঘের চামড়া-সহ জলপাইগুড়িতে গ্রেফতার 2 - Two youth arrests with leopard skin in jalpaiguri

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 5, 2022, 5:39 PM IST

চিতাবাঘের চামড়া বিক্রি করতে এসে জলপাইগুড়ি বনবিভাগের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীদের হাতে গ্রেফতার দুই যুবক (Two youth arrests with leopard skin in jalpaiguri) । ধৃতদের নাম অনিল নায়েক ও প্রসাদ ওড়াও ৷ এর মধ্যে অনিল নাগরাকাটা ও প্রসাদ নয়া সাইলি চা বাগানের চা শ্রমিক । ধৃতরা জানায়, ইন্দো-ভুটান সীমান্ত এলাকা থেকে দু'জন এই চিতাবাঘের চামড়া বিক্রি করার জন্য 30-35 হাজার টাকা দেবে বলেছিল । তারা নাগরাকাটা এলাকায় জাতীয় সড়কে এই চামড়া দিয়ে চলে যাবার পরই বনকর্মীরা আমাদের ধরে ফেলে । জলপাইগুড়ি বনবিভাগের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভ্রশঙখ দত্ত জানান, ধৃতদের কাছ থেকে চিতাবাঘের চামড়া ও প্যাঙ্গোলিনের চামড়া উদ্ধার হয়েছে ৷ ধৃত দু'জনকে আজ আদালতে তোলা হয় । জানা গিয়েছে, ধৃতরা ডুয়ার্স থেকে মুম্বইয়ে চামড়া পাচারের ছক কষছিল ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.